৭০ বছরের বৃদ্ধা সাবিয়া বেগমের স্বামী স্বামী নুরু মিয়া মারা গেছেন ২৫ বছর আগে। নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া বিহারি কলোনি মহল্লার ছোট যমুনা নদীর গাইড ওয়াল-সংলগ্ন সরকারি জমিতে থাকেন ঝুপড়ি ঘর বানিয়ে। এতোদিন বিভিন্ন জনের বাড়িতে কাজ করে জীবন চলত তার, বয়স হয়ে যাওয়ায় এখন আর কাজ করতে পারেন না। ভিক্ষা করে দিন চলে তার। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশে চলা অঘোষিত ‘লকডাউন’র কারণে দুমুঠো ভাত যোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে সাবিয়া বেগমের জন্য।
প্রতিবেশীর দেয়া আগের দিনের ভাত নষ্ট হয়ে গিয়েছে, তাই শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে উত্তপ্ত রোদে বিহারি কলোনি মাঠে একটি টিনের ওপর নষ্ট ভাত শুকাচ্ছেন তিনি। এমন দৃশ্য দেখে নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ খান মোবাইলে ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেন।
ফেসবুকে বিষয়টি দেখে অনেকেই মর্মাহত হন। বিষয়টি জানতে পেরে নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউল বৃদ্ধের পাশে দাঁড়িছেন। শুক্রবার বিকেলে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে খাদ্য সহায়তা হিসেবে চাল,ডাল, তেল, সাবান, আটা সহ খাদ্য সামগ্রী রিয়াজ খান এর মাধ্যমে বৃদ্ধা সাবিয়া বেগম এর হাতে তুলে দেয়া হয়ছে।
দুপুর পর্যন্ত পেটের দায়ে নষ্ট ভাত শুকানো বৃদ্ধা বিকালের মধ্যেই ছাত্রলীগের সাহায্য পেয়ে আপ্লুত হয়ে জানালেন- “গত কয়েকদিন থেকে ঘরে বাইরে যেতে পারিনি। ঘরে কোনো খাবার নেই আমার। খুব কষ্ট করে চলছি বাবা। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। আজ ছাত্রলীগ এর ছেলোরা অনেকগুলো খাদ্যসামগ্রী দিয়ে গেলো আমার কষ্ট দেখে। কিন্তু কয়েক দিন পর খাবার ফুরিয়ে গেলে কই পাবো সেটাও চিন্তা হচ্ছে তাই সবার কাছে অনুরোধ আমাকে খাবার দিয়ো না হলে আমার না খেয়ে মরতে হবে বাবা।”
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউল জানান, “বিষয়টি জানার পর আমি খুব মর্মাহত হয়েছি। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী অসহায় ও কর্মহীনদের খাবার নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছেন সেখানে সাবিয়া বেগম এর মত অসহায় মায়েরা কেন খাবার পান না। আমরা আমাদের সাধ্যমত সহায়তা করেছি। আশা করছি যথাযত কৃর্তপক্ষ বিষয়টি অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।”
আরও পড়ুন-
- “স্যার আমারে একবার দিছেন তো, অন্য আরেক জনরে দেন”
- করোনাভাইরাস; একজন বাড়িওয়ালার বিরল মানবিক সিদ্ধান্ত!
- ত্রাণ বিতরণ করবে শুধু সেনা ও নৌবাহিনী বিষয়টি ‘গুজব’!
- সবজির দামে সামঞ্জস্যতা আনতে বিদ্যানন্দ’র অভিনব উদ্যোগ!
- লকডাউন’ পাঁচ লাখ মানুষকে খাবার পৌঁছে দিবে বিদ্যানন্দ!