করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সারাদেশে অঘোষিত ‘লকডাউন’ চলছে। সবাইকে বাসায় অবস্থান করতে দেয়া ‘সাধারণ ছুটি’ ৪ এপ্রিল থেকে বাড়িয়ে ১১ এপ্রিল নেয়া হয়েছে, যাতে বিপাকে পড়েছে দিনমজুরেরা। ইতিমধ্যেই অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিরা। এবার জামালপুরের দুস্থদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
কয়েকটি ছবিসহ করা এক ফেসবুক পোষ্টে সহযোগিতার মতো বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন না জানিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম লিখেছেন-
“আমি কাউকে সহযোগিতা করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা কিংবা প্রচার মাধ্যমেও প্রকাশ করিনা। কিন্তু এইবার দিতে বাধ্য হলাম আমার কিছু ভাই এবং বোনদের কারনে। তারা আমাকে মারাত্মকভাবে বিব্রত করেছে এই বলে যে- আমি নাকি দূর থেকে সমালোচানাই করতেছি, কিন্তু কিছু করছিনা। ছবিগুলো শুধুই সেইসব বনে যাওয়া কটাক্ষ করা ভাই বোন গুলোর জন্য।”
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত ৫৬ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে, যাদের ৬ জন মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন ২৫ জন।
আরও পড়ুন-
- করোনা রোগীদের জন্য আওয়ামীলীগ অফিস উন্মুক্ত ঘোষণা
- কুমিল্লায় ক্রেতাদের দূরত্ব নিশ্চিত করতে দাগ এঁকে দিচ্ছে সেনাবাহিনী!
- লকডাউন অমান্য করায় ২ জনকে গুলি করে হত্যা!
- আহা, এমন পুলিশ’ই তো আমরা চেয়েছি!
- ‘লকডাউন’ পাঁচ লাখ মানুষকে খাবার পৌঁছে দিবে বিদ্যানন্দ!
- কিশোর কুমার দাস; আমাদের সময়ের ‘আশার বাতিঘর’!