আজ দুপুরে সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে একটা ছবি পোস্ট করেছেন লিখেছন, ‘বিগ সিস্টারহুড।’ ছবিতে দেখা যাচ্ছে, পাঁচ বছরের মেয়ে আলাইনা হাসান একটা নবজাতকের পোশাক ধরে আছে। পোশাকে লেখা, ‘বাড়িতে স্বাগতম।’
এই ছবি পোস্ট করার পরই ফেসবুকে মানুষের কৌতূহল বাড়ে, তবে কি সাকিব আবারও বাবা হচ্ছেন? ছবির নিচে অধিকাংশ ভক্ত শুভেচ্ছা জানিয়েছে সাকিব দম্পতিকে। দেশের ক্রিকেটের পোষ্টার বয় এই মুহূর্তে স্ত্রী-সন্তানের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রে। তাঁর পারিবারিক সূত্রে নিশ্চিত করেছে, নতুন অতিথি আসার কথা এ মাসের শেষ দিকে। আলাইনা তার একটি বোন পেতে যাচ্ছে, সাকিব-শিশির আবারও হতে যাচ্ছেন কন্যাসন্তানের বাব-মা।
তবে যুক্তরাষ্ট্র করোনায় ভয়ানক অবস্থা বিরাজ করছে, সারা বিশ্বে সবচেয়ে বেশী সাড়ে তিন লাখ মানুষ আক্রান্ত দেশটিতে। এ নিয়ে আত্মীয়স্বজন অবশ্য কিছুটা চিন্তিত। তবে আশার কথা সাকিব পরিবার নিয়ে আছেন উড কাউন্টিতে, সেখানে এখনো করোনার প্রকোপ কিছুটা কম।
উল্লেখ্য, সাকিব আল হাসান গত মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে গেছেন। যুক্তরাষ্ট্রে পৌঁছেই এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, পরিবারের সাথে না থেকে একটি হোটেলে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকবেন। তবে কোয়ারেন্টিনে শেষে তিনি এখন পরিবারের সঙ্গেই সময় কাটছে সাকিবের।