করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে অসহায় দরিদ্র, জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন। আজ ৩ এপ্রিল(শুক্রবার) বিকালে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানা অন্তর্গত মুরাদপুর, মোহাম্মদপুর, খতিবেরহাট, নাজিরপাড়া সহ এর আশেপাশে বিভিন্ন এলাকায় অন্তত ৩০০ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।
খাবার সামগ্রী বিতরণ শেষে একপর্যায়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘আপনারা ইতিমধ্যেই অবগত আছেন বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশব্যাপী করোনা মোকাবেলায় অবিস্মরণীয় ভুমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় আমার নিজ এলাকায় আজ আমি কিছু মানুষের পাশে দাড়াঁতে চেষ্টা করেছি। আমি সকলের কাছে আহবান করছি আপনারা ঘরে থাকুন, বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের সাহায্য সহযোগীতায় সর্বদা নিয়োজিত থাকবে।’
এই কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, আওয়ামীলীগ নেতা ফরিদ আহমেদ, মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা আকবর হোসেন, ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা হোসেন এমদাদ পারভেজ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভি সহ পাঁচলাইশ থানা ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা।