করোনাভাইরাস সংক্রান্ত গুজবে বাড়ছে, গুজবে সয়লাব হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। অতিসম্প্রতি করোনাভাইরাসের কারণে বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সকল অফিসে এক মাসের ছুটি সংক্রান্ত একটি লিখা ফেসবুকে প্রাচার হয়ে দেখা যায়। যেটিকে ‘গুজব’ বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপ – প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
নতুন করে আবার একটি অসত্য ও বানোয়াট গুজব ছড়ানো হয় তা নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান-
“এখন থেকে সরকারের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী” এই মর্মে প্রচারিত একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
আজ এক বিবৃতিতে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় এইরকম কোন সিদ্ধান্ত হয়নি।”
অনুমান নির্ভর সংবাদ প্রকাশ না করে সত্যতা নিশ্চিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুজব ঠেকাতে কাজ করতে আইন প্রয়োগকারী সংস্থা গুলোকে নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যেই গুজব ছড়ানোর অভিযোগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গ্রেফতারও হয়েছে অনেকে।
আরও পড়ুন-
- বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল স্থগিতের বিষয়টি ‘গুজব’
- করোনাভাইরাস পরিস্থিতিতে শেখ হাসিনার ‘একত্রিশ’ দফা নির্দেশনা