মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৩৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে।
এমন প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় যশোর জেলা ছাত্রলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও হ্যান্ডসেনিটাইজার বিতরণ করেছে নওয়াপাড়া পৌর ছাত্রলীগ ।
নওয়াপাড়া পৌরসভার মেয়র জনাব সুশান্ত দাস শান্ত’র নির্দেশনায়, সামাজিক দুরত্ব বজায় রেখে ১২ এপ্রিল (রবিবার) নওয়াপাড়া পৌরসভার ০৫ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে খাবার ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়।
এই বিষয়ে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দেশের এই সংকটাপন্ন অবস্থায় করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে যশোর জেলা ছাত্রলীগের সকল ইউনিট। তারই ধারাবাহিকতায় ছাত্রলীগের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রলীগ নেতা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মোল্লা,ইমান আলিফ হাওলাদার, শাহাবুদ্দিন সাদিক, ইমরান হোসেন, মেহেদী ইসলাম ও তামিম ইসলাম।