USA Corona Afected

যুক্তরাষ্ট্রে ক্রমশই আরও ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে একদিনের রেকর্ড ১৯৭০ জন মারা গেছেন কোভিড-১৯ আক্রান্ত হয়ে। আক্রান্ত শনাক্ত হয়েছেন নতুন ৩৩ হাজার ৩৩১ জন, আর তাতেই মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪১২ জন।

করোনায় সবচেয়ে বেশী আক্রান্ত দেশটির নিউইয়র্ক শহর। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গতকাল একদিনেই শহরটিতে মারা গেছেন ৭৩১ জন। এ নিয়ে নিউইয়র্কে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৪৮৯ জন। গতকাল আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪৬৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৩৮৪ জন।

গতকালের রেকর্ড ১৯৭০ জনের মৃত্যুর পর দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা এখন ১২ হাজার ৮৫৪ জনে ঠেকেছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৬৭৪ জন।

আরও পড়ুন-