সাবেক মন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর সুযোগ্য উত্তরসূরি সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও মতলবের কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক মাহি চৌধুরীর নির্দেশনায় প্রাণঘাতী করোনা ভাইরাসে উদ্ভুত সঙ্কট মোকাবেলায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা অব্যাহত রাখছেন মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ।
শনিবার (১১ এপ্রিল) সকাল ০৯টায় বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচীর অংশবিশেষ মতলব উত্তর উপজেলায় হতদরিদ্র ও অসচ্ছল ১০০ পরিবারের মধ্যে খাবার সামগ্রী চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, মুড়ি সহ একটি করে সাবান বিতরণ বিতরণ করেন মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ নেতা ও চাঁদপুর পলিটেকনিক ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো শরিফুল ইসলাম প্রধান।
হতদরিদ্র পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ শেষে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ নেতা ও চাঁদপুর পলিটেকনিক ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো শরিফুল ইসলাম প্রধান ‘জনতারমুখ’ কে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশব্যাপী করোনা মোকাবেলায় অবিস্মরণীয় ভুমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় আমি কিছু মানুষের পাশে দাড়াঁতে চেষ্টা করেছি। আমার পক্ষ থেকে যারা একান্তই অসচ্ছল পরিবার তাদের জন্য উপহার দিয়েছি। এবং সকলের কাছে আহবান করছি আপনারা ঘরে থাকুন,নিরাপদে থাকুন এবং সামাজিক আচরণবিধি মেনে চলুন। বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের সাহায্য সহযোগীতায় সর্বদা নিয়োজিত ছিল, আছে,থাকবে।
একার্যক্রমে উপস্থিত ছিলেন ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শুক্কুর আলী, ছাত্রলীগ কর্মী সাইদুল আলম, সদরুল আমিন, তারিকুল ইসলাম, ফয়সাল, সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।