joshore zilla যশোর জেলা ছাত্রলীগ!

করোনা ভাইরাসে উদ্ভুত সঙ্কট মোকাবেলায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা অব্যাহত রাখছেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বনি।

সোমবার (০৭এপ্রিল) বিকেল পাঁচটার দিকে শহরের নীলগঞ্জ,ব্যাংকপট্টি,­শহীদ নূর মোহাম্মদ সড়ক-২ সহ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলে হতদরিদ্র পরিবারের মধ্যে খাবার সামগ্রী চাল, ডাল, আলু, সহ একটি করে সাবান বিতরণ বিতরণ করেন।

এসময় হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ শেষে যশোর জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশব্যাপী করোনা মোকাবেলায় অবিস্মরণীয় ভুমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় আমার নিজ এলাকায় আজ আমি কিছু মানুষের পাশে দাড়াঁতে চেষ্টা করেছি। আমি সকলের কাছে আহবান করছি আপনারা ঘরে থাকুন,নিরাপদে থাকুন এবং সামাজিক আচরণবিধি মেনে চলুন। বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের সাহায্য সহযোগীতায় সর্বদা নিয়োজিত ছিল, আছে,থাকবে।

একার্যক্রমে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মিন্টু সাহা, যুবলীগ কর্মী এস.শ্রীকান্ত,মোঃ মামু­ন,বিকাশ কুন্ডু ও প্রমুখ।