করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের ন্যায় বাংলাদেশও স্থবির হয়ে আছে। হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছেন সরকার।নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কাঁচা বাজার এবং ওষুধের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে। বন্ধ হয়েছে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক জনসমাগম।
করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছে পুলিশের সকল সদস্যরা। জনগণকে সচেতনতার জন্য নিয়েছেন নানা কর্মসূচি। ঠিক তার ন্যায় গাজীপুর পুলিশ সুপার নিয়েছেন অন্যরকম এক উদ্যোগ, তিনি নিজে পায়ে হেঁটে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের সদর উপজেলার দরগারচালা গ্রামে হেঁটে হেঁটে স্বল্প আয়ের মানুষের ঘরে ঘরে গাজীপুর জেলা পুলিশের এক মাসের রেশন থেকে বরাদ্দের খাদ্যসামগ্রী পৌঁছে দেন এসপি শামসুন্নাহার।
এসময় তিনি গাজীপুর সদর উপজেলার অসহায়, হতদরিদ্র আমেনা বেগমের বাসায় ডাক দিয়ে বলেন, ‘আসসালামু আলাইকুম। চাচি বাসায় আছেন! আমি পুলিশের এসপি। আপনার বাসায় আর কে কে আছেন? আমরা জেনেছি করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাড়িতে অবস্থান করায় আপনি কর্মহীন হয়ে পড়েছেন। আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে এসেছি।’ পরে ওই নারীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার।
আমেনা বেগমকে জিজ্ঞেস করলে জানান, নয় বছর আগে বার্ধক্যজনিত কারণে স্বামীকে হারিয়েছেন তিনি। দিনমজুর দুই ছেলে পৃথক সংসার পেতেছেন। তাদের দেয়া টাকা-পয়সায় কোনোমতে চলছিল তার একার সংসার। দিনে এনে দিনে খেয়ে চললেও সরকারের অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে তার দুই ছেলে। ঘরে থাকা সামান্য মজুত ফুরিয়ে গেছে। এ অবস্থায় অনেকটা দিশেহারা হয়ে পড়েছি। হঠাৎ খাবার নিয়ে বাড়িতে এসপি আসায় আমি অনেক খুশি হয়েছি। আমি দোয়া করি আল্লাহ যেন তার মঙ্গল করুক।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামছুন্নাহার বলেন, পুলিশের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করছি। কিছু কিছু ক্ষেত্রে তাদের বাধ্যও করা হচ্ছে। কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষরের খাবারের কথা চিন্তা করা হচ্ছে। সেই চিন্তা থেকে জেলার ১৭শ পুলিশের এক মাসের রেশনের বরাদ্দকৃত খাদ্যসামগ্রী গাজীপুরের প্রায় সব উপজেলার স্বল্প আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বাড়িতে পুলিশ সুপারের আকস্মিক আগমনে অবাক হয়েছেন অনেক হতদরিদ্র মানুষ। এসপির এমন কার্যক্রমের প্রশংসা করেছেন সবাই।
উল্লেখ্য, তিনি (শামসুন্নাহার-এসপি) গাজীপুর দায়িত্ব পালনের আগে সফলতার সাথে চাঁদপুর জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।