করোনার প্রাদুর্ভাব যেভাবে দিন দিন বৃদ্ধি পাড়ছে, ঠিক তেমনি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাঝে একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে গত ৪ই এপ্রিল নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পাশে এসে দাড়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভি। এই ছাত্রলীগ নেতার উদ্দ্যোগে চালু করা হয় হটলাইন নাম্বার। সেই হটলাইন নাম্বারের মাধ্যমে প্রায় ৩০০ নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাঝে ‘উপহার’ পৌছে দেয় ছাত্রলীগ।
এই বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভি জনতার মুখকে বলেন, ‘আমরা গত ২৫ শে মার্চ হতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মেনে সাধারণ জনগণের জন্য নানা ধরনের ব্যতিক্রমী কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমি আমার এলাকার নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য কিছুদিন আগে হটলাইন নাম্বার চালু করে দিয়েছি। সেখানে গত ৭ দিনে প্রায় ৩০০ এর কাছাকাছি কল পেয়েছি। আমরা সকলকে ত্রাণ নয়, উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এই কার্যক্রমে যারা আমাদের সাথে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
এই ব্যাপারে ছাত্রলীগ নেতা রেদওয়ান হক রাতুল জনান, ‘আমরা বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে জনগণের পাশে থাকতে চাই। করোনার এই সময়ে চট্টগ্রামে আমরা নানা ধরনের উদ্দ্যোগ নিয়েছিলাম। সেগুলো জনগণের মাঝে খুব সাড়া ফেলেছে। এসব কার্যক্রমে যারা আমাদের পাশে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’