আক্রান্ত ও মৃতের সংখ্যায় করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনকে অনেক আগেই ছাড়িয়ে গেছে ইতালি। সারাবিশ্বে রেকর্ড ১৩,১৫৫ জন মারা গেছে দেশটিতে। গতকাল ও আজ চীনে নতুন করে মারা গেছেন ১১ জন। ইতালি ছাড়াও মোট মৃত্যুর সংখ্যায় চীনকে (৩,৩১৮ জন) ছাড়িয়ে গেছে স্পেন, যুক্তরাষ্ট্র ফ্রান্স। করোনায় ইরানের অবস্থাও শোচনীয়, গতকাল পর্যন্ত মারা গেছেন ৩,০৩৬ জন। আজ (সংবাদ প্রকাশের আগে পর্যন্ত) আরও ১২৪ জন মারা গেছে দেশটিতে।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৬৯২ জন (তথ্যসূত্র- ওয়ার্ল্ডওমিটার), বিশ্বব্যাপী মহামারীতে রূপ নেয়া এই ভাইরাস ইতিমধ্যেই কেড়ে নিয়েছে ৪৯ হাজার ১৬৫ জনের প্রাণ। সবচেয়ে বেশী ২ লাখ ১৫ হাজার ৩৫৭ জন আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ইতালিতে ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন। স্পেনে মারা গেছেন ১০ হাজার ৩ জন, আক্রান্ত ১ লাখ ১০ হাজার ২৩৮ জন।
গতকাল সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রেকর্ড ৪ হাজার ৮০৯ জন, নতুন করে আক্রান্ত সনাক্ত হয়েছে ৭৬ হাজার ৮৭২ জন। ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, আজ এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৯৭৩ জন। ধ্বংসযজ্ঞের এই ধারাবাহিকতা যদি আজও বজায় রাখে ভাইরাসটি, তাতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। আর করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে যেকোন সময়!