হু হু করে বাড়ছে করোনাভাইরাসের ভয়াবহতা, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ হাজারের বেশী মানুষের। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ লাখেরও বেশী, শুধুমাত্র গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত নতুন সনাক্ত হয়েছে ৭৯ হাজার ৭৪৭ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৪৪৬ জন (তথ্যসূত্র- ওয়ার্ল্ডওমিটার), সবচেয়ে বেশী ২ লাখ ৪৫ হাজার ৬৬ জন আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। ইতালিতে ১ লাখ ১৫ হাজার ২৪২ জন। স্পেনে আক্রান্ত ১ লাখ ১২ হাজার ৬৫ জন, জার্মানীতে ৮৪ হাজার ৭৯৪ জন।
আগের ২৪ ঘন্টায় মৃত্যুর (৪ হাজার ৮৯০ জন) রেকর্ড ভেঙ্গেছে গত ২৪ ঘন্টায়, এদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর নতুন রেকর্ড ৫ হাজার ৯৭৪ জন। শুধুমাত্র ফ্রান্সেই মারা গেছেন ১ হাজার ৩৫৫ জন।
আরও পড়ুন-
- করোনার হত্যাযজ্ঞ চলছেই, কেড়ে নিয়েছে ৫০ হাজার মানুষের প্রাণ!
- করোনাভাইরাস পরিস্থিতিতে শেখ হাসিনার ‘একত্রিশ’ দফা নির্দেশনা
- বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল স্থগিতের বিষয়টি ‘গুজব’