আজ রোববার (৫ এপ্রিল) পর্যন্ত সারা দেশে ৮৮ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে জানিয়েছে আইইডিসিআর। রাতে প্রকাশিত এক তালিকায় জানানো হয়, মোট আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকাতেই ৫২ জন। যারা রাজধানীর ২৯টি স্থানে বসবাস করতেন। এছাড়া আক্রান্ত বাকীদের বাস দেশের ১১ জেলায়।

প্রকাশিত তালিকায় রাজধানীর দুইজন ছাড়া ঢাকা জেলায় আক্রান্ত বাকী ৫২ জন কোথায় থাকতেন তা সুনির্দিষ্ট করেই জানিয়েছে আইইডিসিআর। রাজধানীর ২৯টি স্থানের যে ৫২ জন করোনা শনাক্ত হয়েছেন, তাদের বসবাসের স্থানগুলো হলো, বাসাবো- ৯ জন, মিরপুরের টোলারবাগ- ৬ জন, পুরান ঢাকার শোয়ারিঘাট- ৩ জন, বসুন্ধরা- ২ জন, ধানমন্ডি- ২ জন, যাত্রাবাড়ী- ২ জন, মিরপুর-১০- ২ জন, মোহাম্মদপুর- ২ জন, পুরোনো পল্টন- ২ জন, শাহ আলী বাগ- ২ জন ও উত্তরা- ২ জন।

এছাড়া রাজধানীর বাকি ১৮টি স্থানে একজন করে করোনা রোগী পাওয়া গেছে। এ স্থানগুলো হলো বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, ইস্কাটন, গুলশান, গ্রিনরোড, হাজারীবাগ, জিগাতলা, মিরপুর কাজীপাড়া, মিরপুর-১১, লালবাগ, মগবাজার, মহাখালী, নিকুঞ্জ, রামপুরা, শাহবাগ, উর্দু রোড ও ওয়ারী।

ভয়াল করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ১১ জেলা ও আক্রান্ত মানুষের সংখ্যা হচ্ছে, ঢাকা- ৫৪ জন, মাদারীপুর- ১১ জন, নারায়ণগঞ্জ- ১১ জন ও গাইবান্ধায় ৫ জন। বাকি ৭ জেলায় একজন করে ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জেলাগুলো হলো গাজীপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, শরীয়তপুর, রংপুর ও চট্টগ্রাম।

আরও পড়ুন-