করোনা ভাইরাস

করোনায় বেসামাল যুক্তরাষ্ট্রে, দেশটিতে ক্রমশই আরও ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে একক দেশে হিসেবে একদিনের রেকর্ড ১৯৭০ জন মারা গেছেন কোভিড-১৯ আক্রান্ত হয়ে। মোট মৃত্যুর সংখ্যা এখন ১২ হাজার ৮৫৪ জনে ঠেকেছে।

করোনায় সবচেয়ে বেশী আক্রান্ত দেশটির নিউইয়র্ক শহর। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গতকাল একদিনেই শহরটিতে মারা গেছেন ৭৩১ জন। এ নিয়ে নিউইয়র্কে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৪৮৯ জন। গতকাল আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪৬৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৩৮৪ জন।

নিউজার্সিতে মারা গেছে ১ হাজার ২৩২ জন, যার মধ্যে গতকাল একদিনেই মারা গেছেন ২২৯ জন। এই শহরে কোভিড-১৯ আক্রান্ত শনাক্তের সংখ্যা এখন ৪৪ হাজার ৪১৬ জন।

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৩৩ হাজার ৩৩১ জন, এখন মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪১২ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৬৭৪ জন।

আরও পড়ুন-