chittagong death

চট্টগ্রামের টাইগারপাস মোড়ে রাস্তায় পড়ে থাকা একজন মৃত ব্যক্তির ছবি নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডালপালা ছড়াচ্ছে গুজব। ছবিটিকে করোনায় আক্রান্ত হয়ে রাস্তায় মরে পড়ে থাকা হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

মৃত ব্যক্তির নাম সেলিম উদ্দিন, বাড়ি সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নে। বাবার নাম রহমত আলী। অফিস যাওয়ার পথে সকাল সাতটার দিকে টাইগার পাস মোড়ে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন বলে পরিবারের দাবি।

সেলিম উদ্দিনের মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া গুজব নিয়ে প্রশ্ন তুলে সুলতানা তাহী নামের একজন মৃত ব্যক্তিকে তার ফুফা দাবি করে ফেসবুকে লিখেছেন- “উনি আমার আপন ফুফা। আজকে সকালে টাইগারপাস মোরে স্ট্রোক করে মারা গেছে করোনায় নয়, আবার বলছি করোনায় নয়। এভাবে একটা গুজব ভাইরাল করে দিচ্ছেন?”

খুলশী থানার এসআই মো. দেলোয়ার এ বিষয়ে বলেন, সকালে ঈদগাহ এলাকার বাসা থেকে বায়েজিদের গেটে  তার কর্মস্থলে যাচ্ছিলেন সেলিম। টাইগারপাস এলাকায় আসলে তিনি রাস্তায় পড়ে যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তার স্বজনরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্ভবত হার্ট অ্যাটাক করে তিনি মারা যান।

আরও পড়ুন-