‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বায়েজিদ থানার ছাত্রলীগের উদ্যোগে দেশের এই ক্রান্তিলগ্নে অসচ্ছল মধ্যবিত্তদের মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
৪ এপ্রিল শনিবার সকালে নগরীর বায়েজিদ থানার ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডে বসবাস করে মধ্যবিত্ত পরিবার অথচ খাবার সংকটে থেকেও চক্ষুলজ্জায় কারো কাছে হাত বাড়াচ্ছে না গোপনে এসব পরিবারকে খোঁজে তাদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন।
এই প্রসঙ্গে জানতে চাইলে তারা বলেন, অসহায় ও গরীব মানুষেরা দুমুঠো খাবারের উদ্দেশ্যে তারা রাস্তায় বের হন। যারা দিন মজুর তাদের তো আর মজুদ খাদ্য থাকে না, পেটের দায়ে তাদের রাস্তায় বের হতে হয়। তাই ছাত্রলীগ কর্মীরা মনে করেন দেশের এই মহামারি বিস্তার রোধে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করলে কিছুটা হলেও সংকট কাটিয়ে তোলা সম্ভব হতে পারে। তাই দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষদের পাশে থাকার আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
তাই আমরা আশাবাদী সমাজের বিত্তশালীদের এগিয়ে আসবেন।
এই কার্যক্রম যথাযথ ভাবে সম্পন্ন করতে সহোযোগিতা করেন, বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা সৈয়দ মুহাম্মদ আকিব, মোহাম্মদ ইমরান আলম, অজয় শীল, মোজাম্মেল হোসেন জিগার, মোঃ মামুন হোসেন প্রমুখ।