বঙ্গবন্ধুর খুনি মাজেদ majed

গতরাত বারোটা এক মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদকে। পৈতৃক নিবাস ভোলার বদলে তাকে দাফন করা হয়েছে নারায়ণগঞ্জে।

বঙ্গবন্ধুর খুনির লাশ ভোলার মাটিতে দাফন করতে দেয়া হবেনা মর্মে গতকাল রবিবার সংবাদ সম্মেলন করেছিলো ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর তার লাশ ভোলায় প্রবেশ ও দাফন করতে দেবে না জানিয়ে বোরহানউদ্দীন উপজেলা ছাত্রলীগ একটি প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছিলো গতকাল। এছাড়াও শনিবার রাত থেকেই বঙ্গবন্ধু পরিবার ও জাতীয় চার নেতার হত্যায় দণ্ডপ্রাপ্ত আব্দুল মাজেদের গ্রামের বাড়ির সামনে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। যেকোন মূল্যে ভোলায় তার লাশ দাফন ঠেকানোর কথা জানায় তারা।

মাজেদের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কালীগঞ্জের বাটমারায়। তার বাবার নাম আলী মিয়া চৌধুরী, মায়ের নাম মেহেরজান বেগম। নায়ারনগঞ্জে বঙ্গবন্ধুর এই খুনির শ্বশুর বাড়ি। তবে শ্বশুরবাড়িতে দাফনের কারণ সম্পর্কে মাজেদের চাচাশ্বশুর আলী আক্কাস জানান, “মাওয়া ফেরিঘাট বন্ধ থাকায় মাজেদকে এখন ভোলায় দাফন করা সম্ভব না। তাই সোনারগাঁওয়ে শ্বশুরবাড়িতে দাফন করা হবে।”

এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, “সম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে রোববার ভোরে দাফন সম্পন্ন করা হয়”। উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট পরিবারের অধিকাংশ সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে ছয় আসামি পলাতক ছিলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মাজেদ তাদেরই একজন।

আরও পড়ুন-