বৈশ্বিক মহামারি করোনা’র সংক্রমন প্রতিদিনই বাড়ছে জ্যামিতিক হারে। আজ পর্যন্ত এই প্রানঘাতী ভাইরাসে প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যু বরন করেছেন ৩৫ হাজারের বেশী মানুষ।
বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমনে এ পর্যন্ত ৪৯ জন মানুষ সংক্রমিত হয়েছেন, যাদের পাঁচ জনের মৃত্যু ঘটেছে। এই মহামারী করোনা ভাইরাস সংক্রমন রোধে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ৪এপ্রিল পর্যন্ত সাধারন ছুটি ঘোষনা করেছেন। এতে যেমন জনজীবনে স্থবিরতা নেমে এসেছে, ঠিক তেমনি দুস্থ, অসহায় জনগনের আয়ের পথ বন্ধ হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সরকার বিভিন্ন ভাবে অনুদান, খাদ্য দ্রব্য বিতরন করে যাচ্ছে। পাশাপাশি সামাজিক সংগঠন ও স্থানীয় সাংসদ সদস্য বৃন্দও পিছিয়ে নেই।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনেও দুস্থ-অসহায় মানুষের কথা বিবেচনায় রেখে জনসচেতনতায় লিফলেট, হ্যান্ড সেনিটাইজার, মাস্কসহ বিপুল পরিমানের খাদ্য দ্রব্য বিতরনের কর্মসূচী গৃহিত হয়ছে। আর এসব বাস্তবায়নে আমাদের অগ্রপথিক হয়ে আছেন হোমনা-তিতাসের সাধারণ মানুষের আস্থার বাতিরঘর সেলিমা আহামদ মেরী (এমপি)। হোমনা-তিতাসের দুস্থ ও অসহায় মানুষের কথা বিবেচনায় রেখে দুই উপজেলার উপজেলা চেয়ারম্যান, হেমনা উপজেলার মেয়র, দুই উপজেলার পুরষ ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রথম দিন থেকেই জনগনের কল্যানে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন।
তিনি এই আসনের ১৮টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সামাজিক ভাবে প্রতিষ্ঠিত মানুষজনকে কেবল এগিয়ে আসার জন্য আহ্বান’ই জানাননি, মাঠে নামিয়ে জনগনের পাশেও দাড় করিয়েছেন। এছাড়াও দুই উপজেলার আওয়ামিলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, হকার্সলীগ, শ্রমিক লীগ, তাঁতিলীগ প্রতিনিয়তো সাংসদ সেলিমা আহামদের নির্দেশে ও সহযোগীতায় নিম্ন আয়ের মানুষদের খাদ্যদ্রব্যাদি ও আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন।
বিশেষ করে হোমনা ও তিতাস উপজেলা ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ, ইউনিয়ন ছাত্রলীগ, ওয়ার্ড ছাত্রলীগ সরকারে সাধারন ছুটি ঘোষনার প্রথম দিন থেকেই সেলিমা আহামদ মেরী আপার নির্দেশে ও আর্থিক সহযোগিতায় হ্যান্ডসেনিটাইজার তৈরী করে বিতরন, মাস্ক বিতরন থেকে শুরু করে জনসচেতনতা সৃষ্টিতে দিন রাত কাজ করে যাচ্ছেন।
এমন দুর্যোগের দিনেও আমাদের হোমনা-তিতাসের রত্ন জনাবা সেলিমা আহামদ মেরী আপার দুর্দশী পরিকল্পনায় দুই উপজেলার মানুষ আস্থা, বিশ্বাস ও শান্তিতে থাকার আশা দেখে। তাইতো মাননীয় সাংসদ সেলিমা আহামদ মেরী আর্তমানবতার সেবা ও খাদ্য দ্রব্য বিতরন কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা গর্বিত এমন মানবিক তাঁকে সাংসদ হিসেবে পেয়ে, মানুষের সেবায় এমন জনপ্রতিনিধি’ই তো চায় জনগন।
লিখেছেন- নাঈম খান, সদস্য, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ