করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরো একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন কোন সংক্রমিত রোগী ধরা না পরলেও মৃত্যুসংখ্যা বেড়ে হলো পাঁচ।
সর্বশেষ মৃত ব্যাক্তি ১৮ তারিখে করোনায় পজেটিভ শনাক্ত হয়েছিলেন। তখন তিনি এলাকার একটি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। ২১ তারিখ থেকে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তার বয়স ৬৫। তার ডায়বেটিস ও হাইপার টেনশন ছিল।
আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সংক্রমিতদের মধ্যে আরো দুইজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন।
এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৩৯জন। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন সাতজন।
করোনাভাইরাসের পরীক্ষার কেন্দ্র আরো বৃদ্ধি করতে যাচ্ছে সরকার। ঢাকার বেশ কয়েকটি হাসপাতালসহ ঢাকার বাইরের কয়েকটি হাসপাতালে এই পরীক্ষার ব্যবস্থা চালু করা হচ্ছে বলে তিনি জানান।
আইইডিসিআরের যোগাযোগের জন্য ০১৯৪৪৩৩৩২২২ অথবা ১০৬৫৫ নম্বরে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে। এখান থেকে হান্টিং নম্বরের মাধ্যমে অন্যান্য নম্বরে টেলিফোনটি চলে যাবে। এছাড়া ১৬২৬৩ নম্বরেও যোগাযোগ করা যাবে।
তিনি আবারো স্বাস্থ্য সতর্কতার বিষয়গুলো মেনে চলার অনুরোধ করেন