গত ২৪ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামিলীগের স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রাম বিভাগের চাঁদপুর পৌরসভার মেয়র পদে মোঃ জিল্লুর রহমানকে মনোনীত করা হয়।
মনোনয়ন পাওয়ার আগেই থেকেই আলোচনায় থাকা মেয়র প্রার্থী এবাদ নিয়েছেন ভিন্ন এক উদ্যোগ! আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভা নির্বাচনে আচরণ বিধিমালার প্রতি সম্মান রেখে গতকাল শহরের বিভিন্ন জায়গা থেকে নিজের ছবি সম্বলিত ব্যানার শহরের বিভিন্ন স্থান থেকে স্বহস্তে অপসারণ করছেন। এছাড়াও রিক্সায় চড়ে এডভোকেট জিল্লুর রহমান জুয়েলের মনোনয়ন জমা দিতে যাওয়ার ছবিটি কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়।



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামিলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদকের দায়িত্ব পালন করা জিল্লুর রহমান জুয়েলের দলীয় মনোনয়ন নিশ্চিতের পর থেকেক উল্লাসে ভাসছে মেঘনা পাড়ের মানুষ। জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, চাঁদপুর পৌরসভায় হালনাগাদ পর্যন্ত ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ১২২জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ১৬১ জন এবং মহিলা ভোটার ৫৬ হাজার ৯৬১জন। তবে নির্বাচন পর্যন্ত এই সংখ্যা হালনাগাদের কারণে আরো বৃদ্ধি হতে পারে।
উল্লেখ্য, চাঁদপুর পৌরসভা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। চাঁদপুর পৌরসভা নির্বাচন হবে ইবিএম পদ্ধতিতে।
আরও পড়ুন-