কুমিল্লা স্টেডিয়ামের ইনডোর এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়কে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। যা কিনা প্রশাসন চাইলেই ব্যবহার করতে পারবে।

আজ কুমিল্লা সার্কিট হাউজে করোনা সংক্রমন প্রতিরোধে আয়োজিত এক জরুরী সভায় মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার এসব কথা জানান।

সভায় তিনি বলেন, “এটি (মহানগর আওয়ামীলীগের কার্যালয়) সম্পূর্ন নতুন বিল্ডিং, এখানে ভালো আইসোলেশন সেন্টার করা যাবে। আমাদের এখানে ১৭ টি কক্ষ আছে, সবক’টিতে এটাস্ট বাথরুম সহ মর্ডান ফ্যাসিলিটি রয়েছে। এখন কেবল মেডিক্যাল সামগ্রী যুক্ত করলেই হবে।”

আইসোলেশ সেন্টারের জন্য আওয়ামীলীগ অফিস উন্মুক্ত ঘোষণা 1

তিনি আরও বলেন, “মানুষের জীবনের চেয়ে রাজনীতি বড় না। আমরা বঙ্গবন্ধু আদর্শের রাজনীতি’ই করি মানুষের জন্য। আমি স্যানিটাইজার তৈরি করেছি, ২০ হাজার মাস্ক তৈরী করেছি মানুষের জন্য। সুতরাং আপনারা ঘরে থাকুন, তাহলেই বাইরে থেকে ভাইরাস ঘরে যাবে না। সবাই ঘরে থাকুন, আপনার পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান।”

আরও পড়ুন-