করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। প্রতিদিন জ্যামিতি হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা, বড় হচ্ছে লাশের মিছিল। আঁচ লেগেছে বাংলাদেশেও! গোটা বিশ্বের মতো সারাদেশ জুড়ে অঘোষিত ‘লকডাউন’ চলছে, যার প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষের জীবনে। তাইতো তাদের দু’মুঠো খাবার নিশ্চিত করতে এগিয়েছেন অনেকেই, এবার যুক্ত হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম।
নিজ জেলা বগুড়ায় শেরপুর ও নন্দীগ্রাম এলাকার দরিদ্র ৫০০ পরিবারের মাঝে চাল ডাল-তেল লবণসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, “আমি সামান্য মানুষ হতে পারি। কিন্তু আমি তাদের দুঃখ বুঝি কারণ আমিও তো এমনই দরিদ্র পরিবারের সন্তান ছিলাম। আমি এমপি পদে দাঁড়িয়েছিলাম মানুষের সেবা করার জন্য। নির্বাচিত হইনি, তাই বলে মানুষের পাশে থাকবো না, তা তো হতে পারে না। মানুষের পাশে আমি সবসময় থাকবো।”
আরও পড়ুন-
- কুমিল্লায় ক্রেতাদের দূরত্ব নিশ্চিত করতে দাগ এঁকে দিচ্ছে সেনাবাহিনী!
- লকডাউন অমান্য করায় ২ জনকে গুলি করে হত্যা!
- আহা, এমন পুলিশ’ই তো আমরা চেয়েছি!
- ‘লকডাউন’ পাঁচ লাখ মানুষকে খাবার পৌঁছে দিবে বিদ্যানন্দ!
- কিশোর কুমার দাস; আমাদের সময়ের ‘আশার বাতিঘর’!