করোনাভাইরাসে প্রায় অবরুদ্ধ ইতালি, নিষিদ্ধ করা হয়েছে সকল জনসমাগম। তবে দর্শকহীন মাঠেই লিগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সিরি ‘আ’ কতৃপক্ষ। শিরোপা লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ জুভেন্টাস-ইন্টারও হয়েছে দর্শক শূণ্য ফাঁকা মাঠে। সে ম্যাচে পাওলো দিবালা আর অ্যারন র্যামসির গোলে ইন্টারকে ২-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন জুভেন্টাস। এই জয়ে তৃতীয় স্থানে থাকা ইন্টারের চেয়ে নয় পয়েন্টে এগিয়েও গিয়েছে রোনালদোর দল। কিন্তু এই এগিয়ে থেকেও লাভ হচ্ছে না, করোনাভাইরাসে থাবায় লিগ স্থগিত করা হয়েছে ৩ এপ্রিল পর্যন্ত। তাই টানা নবম শিরোপা নিয়ে উৎসব করা না-ও হতে পারে রোনালদোদের।
ইতালির প্রধানমন্ত্রী জিসেপ্পে কন্তে এক টেলিভিশন ভাষণের মাধ্যমে আদেশ জারি করে বলেছেন- ‘আমি একটা আদেশ জারি করতে যাচ্ছি, সংক্ষেপে যার মূলভাব হলো আমি বাসায় থাকব। আপনারাও থাকুন। সিরি ‘আ’সহ অন্য খেলার প্রতিযোগিতাগুলো এখন চালু রাখার কোনো মানে হয় না। বিশেষ করে আমি চিন্তা করছি ফুটবল প্রতিযোগিতা সিরি ‘আ’র ব্যাপারে। আমি দুঃখিত কিন্তু প্রত্যেক ফুটবলপ্রেমীকে এই ফরমান মেনে চলতে হবে। এমনকি কোনো জিমও ব্যবহার করা যাবে না এই সময়ে।’
ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে ইতালি। গতকালও ৯৭ জন মারা গেছেন করোনাভাইরাসের কারণে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে ইতালির ২০টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। রোববারের তুলনায় সোমবার নতুন রোগী বেড়েছে ২৪ শতাংশ।
সরকারি তথ্য অনুযায়ী, সোমবার ইতালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩৬৬ জন থেকে বেড়ে হয়েছে ৪৬৩ জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে নয় হাজার। চীনের মূল ভূখণ্ড বাদ দিলে আক্রান্ত ও মৃতের সংখ্যা ইতালিতেই সবচেয়ে বেশি।
আরও পড়ুন- করোনাভাইরাস; ইতালিতে ঘর ছেড়ে দূরে যেতেও লাগবে অনুমতি!