ঢাকা সিটি নির্বাচনের অতিরিক্ত পোষ্টার দিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশন বানিয়েছিলো হতদরিদ্রদের লিখার খাতা। গত বেশ কয়েকদিন ধরেই বানাচ্ছে চিকিৎসকদের নিরাপত্তা গাউন, যা বিনামূল্যে দেয়া হবে হাসপাতালে। এছাড়াও করোনাভারাইস যেনো এক হাত থেকে অন্য হাত হয়ে ছড়িয়ে না পড়ে, সে জন্য বাস ও ট্রেনের হাতলে সেনিটাইজার স্প্রে করেছে সংস্থাটি। যা ইতিমধ্যেই প্রসংশা কুড়িয়েছে সবার। আজ তারা ঘোষণা দিয়েছে, করোনাভাইরাসের কারণে বাড়িতে লকডাউন অবস্থায় কেউ খাবার সংকটে ভুগলে তাদের পেজে যোগাযোগ করলেই খাবার পৌঁছে দেবার কথা।

এক টাকায় আহার‘ প্রজেক্টের মাধ্যমে বেশ কয়েক বছর ধরেই বিদ্যানন্দ হত দরিদ্রদের খাবার বিতরণ করে আসছে। এই প্রজেক্টের অধীনেই লক ডাউন বাড়িতে খাবার পৌছে দেবার কথা জানিয়েছে সংগঠনটি। ফেসবুক পোষ্টের মাধ্যমে বিদ্যানন্দ জানায়-

“বাড়িতে লকডাউন অবস্থায় যদি কেউ খাবার সংকটে ভুগেন তবে এক টাকায় আহার – 1 Taka Meal পেজে যোগাযোগ করলে বিদ্যানন্দ – Bidyanondo টিম খাবার পৌঁছে দেয়ার চেষ্টা করবো। সীমিত আমাদের অর্থ, তাই অপব্যবহার না করার অনুরোধ থাকবে। শুধুমাত্র খুব দরকার হলে এবং প্রশাসন দ্বারা বাড়ী “লকডাউন” হলে এবং তাঁদের অনুমতি পেলে আমরা খাবার প্রদান করতে পারবো। মিরপুরের একটি বাড়ী ইতিমধ্যে লকডাউন করে দিয়েছে সরকার, দেশবাসীর মঙ্গলের জন্য এমন সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ থাকবে।”

এছাড়াও পোষ্টটিতে সাহায্য পাঠানোর আবেদন জানায় সংস্থাটি। সাহায্য পাঠানো যাবে লিংকে ক্লিক করে বিদ্যানন্দের ফেসবুক পেজের দেয়া তথ্য থেকে

আরও পড়ুন-