ব্রিটেনে করোনা ভাইরাস আক্রান্ত মৃতদের মধ্যে বাংলাদেশীরাও আছেন। সেখানে ইম্পেরিয়েল কলেজের গবেষক দল সম্প্রতি জানিয়েছেন যে তাঁদের আশংকায় আড়াই লক্ষ লোক ব্রিটেনে এই ভাইরাসে মারা যেতে পারেন। স্বাভাবিক ভাবেই এটি একটি অনেক বড় সংখ্যা।

সেই ব্রিটেনে বেড়াতে গিয়ে গত একমাস ধরে সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন কামরান অসংখ্য সভা-সমাবেশ-মিটিং-দাওয়াতে অংশ নিয়েছেন। হাত মিলিয়েছেন, বুক মিলিয়েছেন। তারপর ১৫ মার্চ দেশে ফিরেছেন। ফিরেছেন তো ভালো কথা, কিন্তু দেশে ফিরে এয়ারপোর্টে তাঁকে স্বাগত জানাতে গেছে দলীয় নেতাকর্মীরা। তিনি মনের আনন্দের এদের সাথেও কোলাকুলি গলাগলি করেছেন। করোনা আক্রান্ত দেশ থেকে ফিরলে যে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকার কথা, সেটার ধারেকাছেও যাননি।

দায়িত্বজ্ঞানহীন ভাবে এটা কি করলেন কামরান! 1
বদর উদ্দিন কামরান ছিলেন প্রধানমন্ত্রীর খুব কাছাকাছি (ছবিতে সবুজ বৃত্তে)।

সবচাইতে অদ্ভুত কাজ করেছেন তার একদিন পরেই। তিনি শেখ হাসিনা, শেখ রেহানা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সাথে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধার্ঘ অর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রীর খুব কাছাকাছি (ছবিতে সবুজ বৃত্তে)।

এই হচ্ছে আমাদের নেতাদের দায়িত্ববোধের নমুনা!
তার চাইতে ভয়ংকর ব্যাপার হচ্ছে, এই হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা!

লিখেছেন- আরিফ জেবতিক