রাজধানীর জুরাইনের দারোগাবাড়ি এক নম্বর সড়কের একটি বাড়ির মালিক শিউলি হাবিব, বাড়িতে ভাড়াটিয়ারা সবাই মধ্যবিত্ত গোছের। করোনাভাইরাস নিয়ে আতংকের এমন দিনে এই বাড়িওয়ালা ভাড়াটিয়াদের শুনিয়েছেন এক পশলা শান্তির ও মানবিক খবর- মার্চের বাড়ি ভাড়া মওকুফ!
ট্রাভেলন্স এজেন্সির মালিক এই নারী শুধু ভাড়া মওকুফই নয়, নিজের বাসার গৃহকর্মীদের জন্যও করোনাভাইরাসের এই সময় জরুরি ব্যবস্থা নিয়েছেন। নিজের দুই গৃহকর্মীকে দিয়েছেন একমাসের ছুটি, সঙ্গে দিয়ে দিয়েছেন বেতন এবং এক বস্তা করে চাল। কাজ করতে বাসায় আসার পথে সেই গৃহকর্মীরা আক্রান্ত হতে পারেন করোনায়, আর তাদের মাধ্যমে বাসায় ছড়াতে পারে এই মারাত্মক ভাইরাস- তাই এই চমৎকার এবং প্রশংসনীয় উদ্যোগটি নিয়েছেন শিউলী হাবিব।
এ বিষয়ে নিজের ফেসবুক টাইমলাইনে শেখ শিউলি হাবিব নামের লিখেন- “করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার কারনে বাংলাদেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছে না, তাই আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার বাসার সকল ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিলাম। আমি আশা করি বাংলাদেশের সকল বাড়িয়ালাদের এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত। এমতাবস্থায় বাংলাদেশের সকল নাগরিককে ঘরে বসে থেকে করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা করুন। আল্লাহ এই দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।”



ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পক্ষে শিউলি হাবিব ছিলেন না, কিন্তু স্বামীর পীড়াপীড়িতে দিয়েছেন স্ট্যাটাস। উদ্দেশ্য, যদি তাঁর উদ্যোগ দেখে এগিয়ে আসে অন্যরাও! ইতিমধ্যে এগিয়ে এসেছেনও একজন। রাজধানীর হাজারীবাগ এলাকার বাড়িওয়ালা মহিব রহমান দুই মাসের বাড়িভাড়া মওকুফ করে দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বাড়িওয়ালাকে সাধুবাদ জানাচ্ছেন সবাই। সত্যিই তো, জাতীয় দুর্যোগ এমন মানবিক দৃষ্টান্ত স্থাপনের উদ্যোগগুলো আমাদের আশা দেখায়, স্বপ্ন দেখতে ভরসা দেয় দুর্যোগ কাটিয়ে উঠার।
আরও পড়ুন- করোনাভাইরাস থেকে বাঁচতে ডাক্তারদের ফ্রী গাউন দিবে বিদ্যানন্দ!