করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ১৬ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু মহামারী ঠেকাতে বন্ধ ঘোষণার সুযোগে অনেকেই ছুটে যাচ্ছেন কক্সবাজার সহ বিভিন্ন পর্যটন এড়িয়ায়, জনসমাগম এড়িয়ে চলা সরকারি বিধিনিষেধ মানছেন না অধিকাংশই! যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। কঠোর হয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটক আসার উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। একই সাথে সমুদ্র সৈকত কোন পর্যটক না নামার সিদ্ধান্তও নেয়া হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ ইতি মধ্যেই এই সিদ্ধান্তের কথা কক্সবাজারের হোটেল কতৃপক্ষকে জানানো হয়েছে। আজ বুধবার দুপুরে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়াও কক্সবাজারে হোটেল মোটেল গুলোতে নতুন করে পর্যটক না ঢুকতে দেয়ার নির্দেশনা দিয়েছে কক্সবাজারের জেলা প্রশাসন। একই সাথে যেসব পর্যটক ইতিমধ্যে হোটেলে অবস্থান করছেন তাদেরও ফেরত যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক তরিকুল ইসলাম জানিয়েছেন, সমুদ্র সৈকত থেকে পর্যটকদের বুঝিয়ে সরিয়ে নেয়া হচ্ছে। এই সিদ্ধান্ত গ্রহনের পর থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে নামতে দেয়া হবেনা।

কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন জানিয়েছেন, কক্সবাজারে দেশি বিদেশি অনেক পর্যটক আসে। এর ফলে কক্সবাজার করোনা ভাইরাসের ঝুকিতে রয়েছো। তাই করোনা ঝুকি এড়াতে কক্সবাজারে পর্যটকদের না আসার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। একই সাথে সমুদ্র সৈকতে জনসমাগম রোধে পর্যটকদের না নামতে সতর্কতা জারি করা হয়েছে। সৈকতের বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সরিয়ে নিচ্ছে।

এছাড়াও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অহেতুক জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। আজ বুধবার বিকেলে পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান এই আদেশ দেন।

উল্লেখ্য, আজ বাংলাদেশ প্রথম করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর কথা জানিয়েছে আইইডিসিআর। করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তাঁর বয়স ৭০ বছর। দেশে বর্তমানে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জন।