বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।

এবং নতুন করে আরো চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৪ জন ও মৃত্যুর সংখ্যা ০২ জন।

সত্তর বছরের বেশি এই ব্যক্তি বিদেশফেরত নন। অন্য একজন আক্রান্তের সংস্পর্শে আসার কারণে তিনি সংক্রমিত হয়েছিলেন।
তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন দীর্ঘদিন।

৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সেসময় তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর। এরপর ৮ই মার্চ শনিবার হতে ২১ মার্চ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪ জন।

পরবর্তীতে আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে চারজন নতুন করে সংক্রমণ হয়েছেন এবং একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত আসছে…