বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৩ জন আক্রান্ত হয়েছেন, তারা একই পরিবারের; জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)।
আইইডিসিআর জানায়, আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জন। নতুন আক্রান্তদের দুই জন পুরুষ, এক জন নারী। তাদের মধ্যে দুই জন পুরুষের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ এবং নারীর বয়স ২২। আক্রান্তরা ইতালি ফেরত একজনের সংস্পর্শে আসার পর করোনা আক্রান্ত হয়েছেন।