করোনাভাইরাস ঠেকাতে সরকারের বেঁধে দেয়া নিয়ম না মানার হিড়িক দেখা যাচ্ছে, স্বাভাবিক ভাবেই এতে আরও বেশী মানুষের আক্রান্তের ঝুকি বেড়েছে। ইতিমধ্যে সারদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে নেমেছে সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে গতকাল রাতে বরগুনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, রাস্তায় থাকা মানুষকে ঘরে ফেরাতে টহল দিচ্ছে পুলিশ। হুইসেল বাজিয়ে ঘরে ফিরতে বলা হচ্ছে সবাইকে, মাঝেমধ্যে দুইএক জনকে লাঠি দিয়ে পেটাচ্ছেও পুলিশ। অহেতুক বাইরে ঘোরাফেরা জন্য কানে ধরিয়ে উঠবসও করায় একজনকে। পুলিশের সাথে তর্ক করতেও দেখা যায় একজনকে।
ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওটি। ভিডিও শেয়ার করে আব্দুন নূর লিখেছেন- ‘এন্টিবায়োটিকের ডোজ বাংলাদেশেও শুরু হয়ে গেছে…বাচ্চারা বাসায় থাকো!’ আমানত শিকদার তুষার নামের আরেকজন ফেসবুকে লিখেছেন- ‘প্রিয় দেশবাসী, দয়া করে বাসায় বসে ফিল্ডিং করুন। পুলিশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ টিমের ১১ জনই ক্রিস গেইল।’ সেখানেই আদনান সিদ্দিক নামের একজনের মন্তব্য- ‘আর আম্পায়ার হচ্ছে সরকার’। রিফাত ওয়ালিউল্লাহ মন্তব্য করেছেন- ‘এখন কেউ যদি নিজেকে বল ভেবে হাওয়া খেতে বাইরে ঘুরতে যান, তাহলে পুলিশ-আর্মি চার-ছয় মেরে তাদের বাসায় পাঠিয়ে দিবে।’
অধিকাংশই হাস্যরত্মক ভাবে প্রতিক্রিয়া জানালেও, কার্যত করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নেয়া এমন কঠোর উদ্যোগকে সাধুবাদ’ই জানিয়েছেন সবাই। উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন ও ৩৯ জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে আইইডিসিআর।