সাড়ে চার বছরের আরিজ। ছবিটা আপলোড (ফেসবুকে) করার আগে ওর মা’র অনুমতি নিতে নক দিলাম। আরিজের মা’র ২৪ ঘন্টা ডিউটি চলছে। এই বাচ্চা ছেলেটা গত কয়েকদিন মা’কে কাছে পায়না। কথা বলতে বলতে ওর মা বললো, “খুব খারাপ লাগে জানো? মনে হয় আর কখনো ওকে বুকে নিতে পারবো তো!”
আরিজ ওর মাকে একদিন হাসিমুখে জড়িয়ে ধরতে পারবে কী না সেই দায়িত্ব আপনার আমার হাতে। দয়া করে বাড়িতে অবস্থান করুন। আমরা সবাই একসাথে কাজ না করলে শুধুমাত্র সরকারকে দোষ দিলেই করোনা মোকাবিলা সম্ভব হবেনা। আমরা সবাই পারি করোনা ছড়ানো থামাতে। আমরা সবাই পারি এমন হাজার আরিজের মা-বাবা’কে সুস্থ শরীরে তাদের সন্তানের কাছে ফিরিয়ে দিতে।
সেই দিনের অপেক্ষায়…
#StayHome
#WashYourHands
#HelpOurHeroes
লিখেছেন- মাহমুদুল ইসলাম শুভ
আরও পড়ুন-
- আহা, এমন পুলিশ’ই তো আমরা চেয়েছি!
- মুগ্ধতার সাথে ‘বিদ্যানন্দ’র এবার কৃতজ্ঞতাও প্রাপ্য!
- করোনাভাইরাস; ‘লকডাউন’ বাসায় খাবার পৌঁছে দিবে বিদ্যানন্দ!
- করোনাভাইরাস; একজন বাড়িওয়ালার বিরল মানবিক সিদ্ধান্ত!