ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকাদের ঘরে উপস্থিত হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
নিজেদের ফেসবুক পেজ থেকে সিএমপি জানায়- “বিদেশ ফেরত প্রবাসী নাগরিক যাদেরকে কোয়ারেন্টাইন হোমে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখতে এবং তারা যাতে মনোবল শক্ত রেখে নিজের ও অন্যের নিরাপত্তার স্বার্থে হোম কোয়ারেন্টাইন নিয়ম মেনে চলেন সে লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশে ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি নিয়ে তাদের বাসায় উপস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্য গন।
সাধারণ নাগরিকদের কে সচেতন করার লক্ষ্যে এবং কোয়ারেন্টাইন বিধি মেনে চলার বিষয়টি উৎসাহিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রত্যেক থানা থেকে পাঁচ জন করে মোট ৮০ টি কোয়ারেন্টাইন হোমে ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি বিতরণ করা হয়েছে।”
এছাড়াও সিএমপির উদ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নেয়া সুন্দর এসব উদ্যোগকে প্রসংশায় ভাসাচ্ছেন সবাই। ফেসবুকে তথ্য শেয়ার করে সবাই যা লিখছেন, তার সারমর্ম দাঁড়ায়- আহা, এমন পুলিশ’ই তো আমরা চেয়েছি!
আরও পড়ুন-
- মুগ্ধতার সাথে ‘বিদ্যানন্দ’র এবার কৃতজ্ঞতাও প্রাপ্য!
- করোনাভাইরাস; ‘লকডাউন’ বাসায় খাবার পৌঁছে দিবে বিদ্যানন্দ!
- করোনাভাইরাস; একজন বাড়িওয়ালার বিরল মানবিক সিদ্ধান্ত!