সোমবার বেলা ১২টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। বোরহানউদ্দীন খান জাহাঙ্গীরের ভাই চাঁদপুর-১ আসনের মাননীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর (এমপি) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘ সাত মাস ধরে শয্যাশায়ী ছিলেন ৮৪ বছর বয়সী এই অধ্যাপক।
১৯৩৬ সালের ৯ জানুয়ারি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে জন্মগ্রহণ করেন বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর। তিনি একজন বাংলাদেশি লেখক, চিত্র সমালোচক এবং শিক্ষাবিদ ছিলেন।
তিনি ছোটগল্পে অবদানের জন্য ১৯৬৯ সালে বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত বাংলা একাডেমি পুরস্কার এবং শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।
কর্মজীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
বোরহানউদ্দীন খান জাহাঙ্গীরের মৃত্যুতে চাঁদপুর-০১ আসনের মাননীয় সাংসদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয় শোক প্রকাশ করেন এছাড়া কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক শোক প্রকাশ করেন এবং মরহুমের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।