বিদ্যানন্দ ফাউন্ডেশনকে যারা চিনেন, তারা জেনে থাকবেন দুর্দান্ত সব কাজ করে চলেছে সংগঠনটি। কাজের পরিধি আর চমৎকার সব আইডিয়ার মিশেলে করোনাভাইরাসের এমন দুর্যোগেও দেশের প্রয়োজনে এই সংগঠনের ভলান্টিয়ারেরা ঝাপিয়ে পড়ছে। গতকাল শেষ হয়েছে চিকিৎসকদের নিরাপত্তা গাউন (পিপিই) বানানোর কাজ, যা বিনামূল্যে দেয়া হবে হাসপাতালে। করোনাভারাইস যেনো এক হাত থেকে অন্য হাত হয়ে ছড়িয়ে না পড়ে, সে জন্য বাস ও ট্রেনের হাতলে সেনিটাইজার স্প্রে করেছে চলেছে বিদ্যানন্দ। করোনাভাইরাসের কারণে বাড়িতে লকডাউন অবস্থায় কেউ খাবার সংকটে ভুগলে তাদের পেজে যোগাযোগ করলেই খাবার পৌঁছে দিচ্ছে তাঁরা।

এর প্রতিদান হিসবে কি পেয়েছে জানেন? গত বেশ কয়েকদিন যাবত ফেসবুকে করা বিদ্যানন্দের পোষ্টগুলো কারা যেন রিপোর্ট করে সড়িয়ে দিচ্ছে। যা সর্বোচ্চ মাত্রায় ঠেকেছে গতরাতে। ‘এক টাকায় আহার’ নামে যে পেজের মাধ্যমে লাখো ক্ষুদার্তের আহার এসেছে, যে প্রজেক্টের মাধ্যমে ‘লক ডাউন’ বাসায় খাবার পৌঁছে দিচ্ছিলো বিদ্যানন্দ- সেই প্রজেক্টের ফেসবুক পেজ রিপোর্ট করে বন্ধ করে দিয়েছে হিংসুটের দল।

দেশের জন্য এমন নিবেদিত প্রাণের সংগঠনটি গতরাতে মন খারাপ করে ফেসবুকে লিখেছে- “রিপোর্ট করে আমাদের এক টাকায় আহারের পেজটি’ই ডাউন করে দিয়েছে। তাই সবাইকে এই পেজে (বিদ্যানন্দের পেজ) যোগাযোগ করতে বিনীত অনুরোধ জানাচ্ছি। একই সাথে সে পেজে (এক টাকায় আহার) ম্যাসেজের উত্তর দিতে পারছি না। সার্চ দিয়েও সে পেজটি আর কাউকে দেখাচ্ছে না। স্বেচ্ছাসেবকরা মানসিকভাবে বিধ্বস্ত জনপ্রিয় পেজটা হারিয়ে, পঁচিশ লাখের মতো মাসিক ভিউ আমাদের বড় একটা অনুদান এনে দিতো, আমরা হারাতে বসেছি হাজার হাজার দাতার যোগাযোগের মাধ্যম”।

উপায় না পেয়ে বিদ্যানন্দ শেষ পর্যন্ত সবার প্রতি অনুরোধ জানিয়ে লিখেছে- “আপনি চাইলে পারেন আমাদের এক টাকায় আহার – One Taka Meal প্রজেক্টটি বাঁচিয়ে রাখতে। অনুগ্রহ করে পেজটি শেয়ার দিয়ে হারিয়ে যাওয়া দাতাদের খুঁজে দিতে। এছাড়া যে সকল দাতা এই মাসে অনুদান দিয়েছেন, তাঁরা রশিদ না পেলে ভুল বুঝবেন। প্লিজ, একবার এই পেজটি শেয়ার দিয়ে শিশুদের আহার নিশ্চিত করুন।”

বিদ্যানন্দের ডাকে এগিয়েও এসেছে ‘ভালো মানুষ’রা। ফেসবুক জুড়ে ছড়িয়ে দিচ্ছে ‘এক টাকায় আহার’কে, ইতিমধ্যে সবার ভালোবাসা প্রায় সত্তুর হাজার লাইক এসেছে পেজে। আপনি বাদ যাবেন কেনো? (তাদের প্রতি ভালোবাসা জানাতে লিংকে ক্লিক করে লাইক দিন- এক টাকায় আহার - One Taka Mea। দুঃখিত, বিদ্যানন্দ জানিয়েছে এক টাকায় আহার প্রজেক্টের পেজটি আবারও ডাউন করে দেয়া হয়েছে।)

আরও পড়ুন-