প্রথমে দুই লক্ষ মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়া পরিকল্পনার কথা জানিয়ে এবার বিদ্যানন্দ ফাউন্ডেশনের ঘোষণা- “পাঁচ লাখ মানুষের মাঝে আহার পৌঁছে দেয়ার পাগলাটে পরিকল্পনা নিয়ে এগুচ্ছি!”
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু পর থেকেই নানা ধরণের কাজ শুরু করেছে সংগঠনটি। ইতিমধ্যেই তাদের বানানো চিকিৎসকদের নিরাপত্তা গাউন (পিপিই) বিনামূল্যে পৌঁছাতে শুরু করেছে হাসপাতালে। গতকাল এক হাজার পিপিই হাতে পেয়েছে চট্টগ্রামের নার্স ও চিকিৎসকেরা, আরও পিপিই যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের চিকিৎসকদের কাছে। এছাড়াও করোনাভারাইস যেনো এক হাত থেকে অন্য হাত হয়ে ছড়িয়ে না পড়ে, সে জন্য বাস ও ট্রেনের হাতলে সেনিটাইজার স্প্রে করার কাজটি নিয়মিত করে যাচ্ছে বিদ্যানন্দ। নতুন করে গত কয়েকদিন যাবত ‘রেড ক্রিসেন্ট সোসাইটি’র সাথে যুক্ত হয়ে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হাসপালেও সেনিটাইজার স্প্রে করছে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা।



‘এক টাকায় আহার’ প্রজেক্টের মাধ্যমে বেশ কয়েক বছর ধরেই হত দরিদ্রদের খাবার বিতরণ করে আসছে বিদ্যানন্দ। এই প্রজেক্টের অধীনেই লক ডাউন বাড়িতে খাবার পৌছে দেবার কথা ফেসবুকে জানিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশন লিখেছে- “COVID-19 প্রতিরোধী যুদ্ধে সবচেয়ে হুমকির মুখে পড়বে খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো। এঁদের অনেকেই ইতিমধ্যে কাজ হারিয়ে বাসায় বসে আছে, সামনে আরো ভয়ংকর বিপদ আসছে। আমরা ইতিমধ্যে ৭০ হাজারের বেশি মানুষের আহারের টাকা নিশ্চিত করেছি, এখনো যেতে হবে বহুদূর”।
এছাড়াও অনুদান পাঠানোর আহ্বান জানিয়ে বিদ্যানন্দ বলেছে- “আমরা পাঁচ লাখ মানুষের খাবারের টার্গেট নিয়েছি, তবে এটা হয়তো দশ লাখও স্পর্শ করতে পারে। এবং সেটা সম্ভব হবে আমার-আপনার সকলের অনুদানে।” গত কয়েদিন তাঁদের ডাকে সাড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য পাঠাতে দেখা গেছে অনেককেই! আর দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদ্যানন্দ জানিয়েছে- ‘কৃতজ্ঞতা আপনাদের যারা এভাবে অনুদান দিয়ে যাচ্ছেন, হাসি ফুটানোর চেষ্টা করছেন সুবিধাবঞ্চিত মানুষের মুখে।’ (বিদ্যানন্দে অনুদান পাঠাতে এখানে ক্লিক করুন।
)
আরও পড়ুন-
- মুগ্ধতার সাথে ‘বিদ্যানন্দ’র এবার কৃতজ্ঞতাও প্রাপ্য!
- করোনাভাইরাস; ‘লকডাউন’ বাসায় খাবার পৌঁছে দিবে বিদ্যানন্দ!
- করোনাভাইরাস; একজন বাড়িওয়ালার বিরল মানবিক সিদ্ধান্ত!
- করোনাভাইরাস ঠেকাতে পারবেন কেবল এমন নির্লোভী মানুষগুলোই!