মাস্ক না পরার দায়ে কিনা তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখলো ভ্রাম্যমাণ আদালত। শুধু তাই নয়, সেই ছবি আবার আপলোড করা হয়েছে সরকারি ওয়েবসাইটে!

জানা যায়, করোনাভাইরাস মোকাবেলায় লোকসমাগম না করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে গত ২৭ মার্চ শুক্রবার বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে চিনাটোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন প্রথমে দুই বৃদ্ধ। এর মধ্যে, একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন, অপরজন রাস্তার পাশে বসে কাঁচা তরকারি বিক্রি করছিলেন। কিন্তু তাদের মুখে মাস্ক ছিল না।

এ সময়, পুলিশ ওই দুই বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাস্তি হিসেবে তাদেরকে কান ধরে দাঁড় করিয়ে রাখেন। এবং তিনি নিজে তার মোবাইল ফোনে এ চিত্র ধারণ করেন। এরপর, একজন বৃদ্ধ ভ্যান চালককেও অনুরূপভাবে কান ধরে দাঁড়িয়ে থাকার সাজা দেন। এ ছবি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

কান ধরিয়ে ছবি তোলা এসিল্যান্ড প্রত্যাহার 1
ছবিঃ সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান ও সহকারী ভূমি কমিশনারের সরকারি ওয়েবসাইট।

মাস্ক না পরার অপরাধে গরীব,অনুজ্জ্বল ও ক্ষমতাহীন মানুষদের লাঠি দিয়ে পেটাচ্ছেন, কান ধারে উঠবস করাচ্ছেন;
সচেতনতা তৈরির এটা একটা প্রক্রিয়া হইতে পারে; কতোটা সঠিক – সেটা নিয়ে তর্কও চলতে পারে! চলুন দেখে নেই মন্তব্যগুলো-

তামান্না নুসরাত বুবলী (এমপি) লিখেছেন, “ভালোদের হাত ধরেই এগিয়ে যাক প্রিয় স্বদেশ। মানবতা যার ভেতরে নাই তিনি মানুষ নয় অন্য কিছু অন্য রকম মানুষ! ক্ষমতার দাপটে সবলরা দূর্বলদের আঘাত করা এ চিত্র হয়তো হরহামেশা চোখে পরে, আবার এটাও সত্য বিবেকবান মানুষেরা সোচ্চার হয়ে মানবতার জয় গান করে অত্যাচারীদের ভয়াল থাবা থামিয়ে দেয়..আমার শিড়দাড়ায় শিউড়ে উঠে মানবের দানব কাজে লজ্জিত হই মানুষ হিসেবে! সৃষ্টির সেরা জীব মানুষকে যেখানে ভালোবাসতে শেখায় বারবার বহুবার”

আরাফাত তানিম লিখেছেন, “হিজাব পড়া ভূমি কমিশনার সাইয়েমা হাসান দু’জন বৃদ্ধ দাড়িওয়ালা দিনমজুরকে ঘর থেকে বের হওয়ার মহা অপরাধের কারনে কানে ধরে উঠবস করালেন। এতেও ক্ষান্ত হননি, এই বীরত্বের কাজটি মোবাইল ফোনে ছবি তুলে রাখলেন যে নাতি নাতনিকে দেখাবেন তার কত ক্ষমতা যেন হিংস্র বাঘ শিকার করে ফেলেছেন।”

আনোয়ার সদাত হিমু লিখেছেন, “কারণে-অকারণে রিক্সাওলার গায়ে হাত তোলার যে সংস্কৃতিতে বড় হয়েছেন, সুযোগ পেলে হাত মশকো করার সে সুযোগ বাদ দিবেন কেন?”

বদরুন লিপন লিখেছেন, “করোনা তুমি অত্যাচারি রাজকর্মচারীদেরকে করুণা করিওনা!”

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে, সরকারি ওয়েবসাইটে এই ছবি দেয়ার ব্যাখ্যা জানতে চেয়ে ফোন দিলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। ইতেমধ্যে, বয়স্ক নাগরিকদের এভাবে কান ধরিয়ে দাঁড় করার দায়ে এসিল্যান্ড সাইয়েমা হাসান হাসানকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং তিনি মাঠপর্যায়ের সকল কর্মকর্তাকে সরকারি আচরণবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন।