সামাজিক দুরত্ব নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সাথে মাঠে সক্রিয় সেনাবাহিনী। জনসমাগম নিষিদ্ধের পাশাপাশি, জরুরী পণ্যের দোকান ছাড়া অন্যসব ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশা দিয়েছে সরকার। যেহেতু ঔষধ, মুদী ও কাঁচামালের দোকান খোলা থাকছে, তাই সে সব দোকানেও ক্রেতাদের মধ্যে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী।
কুমিল্লা নগরীর নিউমার্কেট, চকবাজার ও রাজাগঞ্জ এলাকায় দেখা যায়, সেনাবাহিনীর সদস্যরা নির্দিষ্ট দূরত্বে রং দিয়ে দাগ টেনে দিচ্ছেন, ক্রেতারা সেসব দাগের মধ্যে দাঁড়াবেন। এরপর সিরিয়াল অনুযায়ী দোকান থেকে পণ্য কিনবেন। এতে করে ক্রেতারা নিজেদের সংস্পর্শ এড়িয়ে চলতে পারবেন, যাতে করে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত হবে।



জনসমাগম ও অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করাদের বাসায় ফেরত পাঠানোর পাশাপাশি, সেনা সদস্যদের এমন উদ্যোগকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।
আরও পড়ুন-