লক্ষ লক্ষ মানুষ তখন তাকিয়ে আছে আকাশের দিকে তাক করা একটি তর্জনির দিকে। শেখ মুজিবের তর্জনী। ঐ তর্জনীই তখন সংবিধান। ঐ তর্জনি যা বয়ানে বলবে তাই করতে প্রস্তুত প্রতিটি মানুষ। শেখ মুজিবর তার ফরিদপুরের আঞ্চলিক ভাষায় হুংকার দিলেন- “কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব…।”
৭ মার্চের রেসকোর্সের সে সমাবেশে লোক সমাগম হয়েছিল সাত, আট কিংবা দশ লাখ। আর বক্তা ছিলেন শুধুই একজন,শেখ মুজিব। সেদিনের লক্ষ লক্ষ মানুষের হাতে ছিল লাঠি, আর তাদের পিছনে পাকিস্তানিরা ছিল বন্দুক হাতে। আর আকাশে টহলরত পশ্চিম পাকিস্তানের মিলিটারি হ্যালিকপ্টার।
তার মাঝেই হিমালয় সমান মানব ঘোষণা দিয়ে বসলেন- “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম”
মাত্র ১৯মিনিটের ভাষণ আজ এদেশের মানুষের যৌথ স্মৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। ১৯ মিনিটের ভাষণ সারা বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে। সেই ১৯ মিনিটের ভাষণে বীজ বুনেছিল একটি “স্বাধীন” বাংলাদেশের।
লিখেছেন- সাফায়েত জামিল