অনুর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ, বৈশ্বিক ক্রিকেটে এটিই বাংলাদেশের সবচেয়ের বড় অর্জন। এমম জয়ের পর আনন্দের রেশ যেন কাটছেই না। ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা দেয়া ঘোষণা এসেছে সরকার থেকে, সংবর্ধনা দিবে বিসিবিও! এমন অবিস্মরণীয় শিরোপা জয়ের উদযাপন হিসেবে ও দলকে শুভেচ্ছা জানিয়ে আজ বাংলাদেশ ছাত্রলীগ মিছিল করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া বিশাল আনন্দ মিছিলটি রাজু ভাষ্কর্য সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। উচ্ছ্বসিত নেতা কর্মীরা জানানা, এত বড় শিরোপা জয় বাংলাদেশের জন্য এবারই প্রথম, তাই আমাদের আনন্দের মাত্রা সীমাহীন।



মিছিলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ফাইনাল খেলাটি ডাকসুর ক্রিড়া সম্পাদকের উদ্যোগে টিএসসিতে দেখানো হয়। শত শত দর্শক এক সাথে বাংলাদেশী যুবাদের এই জয় উদযাপন করে।