ব্যাটসম্যান মুশফিক দেশ সেরা, কিন্তু উইকেট রক্ষক মুশফিক? মাথা চুলকে উত্তর দিতে হবে। তাই তো মুশফিকের কিপিং নিয়ে সমালোচনা কম হয়নি। অনেক বিজ্ঞরাই মত দিয়েছেন, কিপিং ছাড়লে ‘ব্যাটস্যান মুশফিক’ সাঙ্গাকারাদের মত গ্রেটদের কাতারে যাওয়ার সামর্থ্য রাখেন। কিন্তু ‘আবেগী’ মুশফিক গ্লাভস ছাড়তে ছিলেন নারাজ, এ নিয়ে বহু জল ঘোলা শেষে অবশেষে টেস্টে কিপিংটা ছেড়েছেন মুশফিক।
কিপিং গ্লাভস খুলে, শুধু ব্যাটসম্যান হিসেবে খেলে আজ জিম্বাবুয়ের বিপক্ষে পেলেন প্রথম টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত যেটিকে টেনে নিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। এই নিয়ে তিনটি দুইশো ছোঁয়া ইনিংস খেলেছেন, যে কীর্তি নেই বাংলাদেশের আর কারো! ‘ওয়ার্কলোড কমাতে কিপিং ছাড়তে চাই’- বলার পর ইন্দোরে ৬৪, কলকাতায় ৭৪, এবার ডাবল সেঞ্চুরি! কিপিংটা ছেড়ে ব্যাটিংয়ে মুশফিক অন্তত দেশে যে গ্রেটনেসের পথে এগিয়ে যাচ্ছেন, এই দাবি করলে দ্বিমত করবেননা সমালোচকেরাও!



পাকিস্তান সফর থেকে নিজের নাম সড়িয়েছেন, নিরাপত্তা শংকার কারণ দেখিয়ে। তাতে বোধহয় বিসিবি কিছুটা অখুশিই হয়েছে বুঝা যায় প্রধান নির্বাচক নান্নুর বক্তব্যে। মুশফিক সম্পর্কে তিনি বলেছিলেন- ‘পাক সফরে ঘোষিত ১৪ সদস্যের টেস্ট দলে তেমন কোনো পরিবর্তন আনা হবে না। মুশফিক তো ইনজুরিতে। তাকে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেই জিম্বাবুয়ের বিপক্ষে ফিরতে হবে’৷
মুশফিক যে নিজেকে প্রমাণ করেই জাতীয় দলে থেকেছেন গোটা ক্যারিয়ার জুড়ে, তার প্রমাণ তো আজই দিলেন। টেস্ট ক্রিকেটে দেশসেরা ব্যাটসম্যান এখন তিনি। তামিমের ১১৫ ইনিংসে ৪ হাজার ৪০৪ রানকে ছাড়িয়ে মুশফিক আজ করলেন ১৩০ ইনিংসে ৪ হাজার ৪১৩ রান।
টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের, আর মুশফিক ছাড়া বাংলাদেশের অবস্থা টের পাওয়া গেছে পাকিস্তানে। আজ মুশফিকের ডাবলেই জিম্বাবুয়ের বিপক্ষে ২৯৫ রানের বিশাল লিড নিয়েছে বাংলাদেশ। মি. ডিপেন্ডেবলের রেকর্ড ভাঙ্গা দিনে মুশফিক ভক্ত হিসেবে প্রত্যাশা- প্লিজ, টেস্টে কিপিং গ্লাভসটা আর ছুঁয়েও দেখবেন না!