বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে ২১ ও ২২ মার্চ (সম্ভাব্য তারিখ) বিশেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ আয়োজনের কথা আগেই জানিয়েছে বিসিবি। এবার এশিয়া ও বিশ্ব একাদশের হয়ে কোন কোন তারকা ক্রিকেটার খেলছেন, তাদের বেশ কয়েক জনের নাম বলেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন, এই দলে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার খেলবেন এশিয়া একাদশে। অবশ্য এটিই যে চূড়ান্ত তালিকা না, সে কথাও জানিয়েছেন পাপন। কদিন ধরেই শোনা যাচ্ছিল এশিয়া একাদশের হয়ে ঢাকায় আসতে পারেন বিরাট কোহলি। তবে ভারতীয় অধিনায়কের আসার বিষয়টি নিশ্চিত করেননি বিসিবি সভাপতি। ভারত থেকে চারটি বিসিবিকে দেয়া হয়ে উল্লেখ করে পাপন বলেন- ‘এশিয়া একাদশে ভারত থেকে চারটা নাম আমরা পেয়ে গেছি। তবে চুক্তি সম্পন্ন হয়নি। শুনেছি ঋষভ পন্ত, কুলদীপ যাদব, শিখর ধাওয়ান ও মোহাম্মদ সামি। একটা ম্যাচের জন্য লোকেশ রাহুল। আরেকটা ম্যাচে কোহলির কথা বলেছে। এখন পর্যন্ত এটা চূড়ান্ত হয়নি।’

এছাড়া শ্রীলঙ্কা থেকে লাসিথ মালিঙ্গা ও থিসারা পেরেরা, নেপাল থেকে সন্দীপ লামিচানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বিসিবির। আর আফগানিস্তান থেকে রশিদ খান এবং মুজিবুর রহমানকে নিশ্চিত করেছে বিসিবি। তবে ম্যাচ নিয়ে তাঁদের সঙ্গে এখনো চুক্তি হয়নি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দেয়া তথ্যে সম্ভাব্য এশিয়া একাদশ দাঁড়ায়- মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, বিরাট কোহলি/লোকেশ রাহুল, ঋষভ পন্ত, কুলদীপ যাদব, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি, রশিদ খান এবং মুজিবুর রহমান, লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরা ও সন্দীপ লামিচান।