ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ভিন্নধর্মী নির্বাচনী প্রচারণায় কখনো আলোচিত, কখনো বিরোধী পক্ষের সমালোচনা শুনতে হয়েছে ‘নগর সেবক’ আতিকুল ইসলামের। মেয়র নির্বাচনের প্রায় মাস খানেক পর কুষ্টিয়ায় বেড়াতে গিয়েছেন আতিক, সেখানে আজ (২২ ফেব্রুয়ারী) ভ্যানে চড়তে দেখা যায় নব-নির্বাচিত মেয়রকে।

নির্বাচনী প্রচারণায় কর্মীদের নিজেই চা বানিয়ে খাওয়ানো, ক্রিকেট খেলা কিংবা অন্যকে কল চেপে পানি ভরে দেয়ার ছবিতে নানান মন্তব্যে ভরে গিয়েছিলো সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকেই তখন কটু কথা শুনিয়ে বলেছিলেন- এর সবই নির্বাচনী স্ট্যান্টবাজি, ভোটে জিতে গেলেই সব ভুলে যাবে! ভ্যানে ছেড়ে মেয়র বোধহয় তার কিছুটা জবাব দিলেন!

মেয়র আতিকুল ইসলামের ভ্যানে চড়া ছবি ফেসবুক দিয়ে শামস রাশেদ জয় নামের একজন ব্যবহারকারী লিখেছেন- “হতাশা পার্টি এবং আই হেইট পলিটিক্স পার্টি এবং প্রতিপক্ষ পার্টির সদস্যরা বলেছিলো চায়ের দোকানে বসা বা ভাতের হোটেলে খাওয়া বা সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া – এগুলো ‘নির্বাচনী স্টান্টবাজি’, ভোটে জিতলে উনি চলে যাবেন ধরাছোঁয়ার বাইরে। বিশ্বাসই করতে চাইলো না যে, মানুষটা সবসময় এরকমই। এটা আজকের ছবি, লালনের শহরে।”

এছাড়া নির্বাচন জিতেও আতিক যে বদলাননি, তার প্রমাণ রেখেছেন নিজ হাতে শহরকে পোষ্টার মুক্ত করতে নেমে যাওয়ার মধ্য দিয়ে।