বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘মুজিববর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এর উদ্বোধন করেছেন মাশরাফি। ঢাবির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন বাংলাদেশ ক্রিকেট টিমের ওডিয়া অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা।
অনুষ্ঠান শেষে আজ (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঙ্গে জুটি বেঁধে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বিরুদ্ধে ব্যাডমিন্টন খেলেন মাশরাফি বিন মুর্তজা।



উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেকজে মারশাফী বিন মোর্ত্তজা বলেন- “ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল ইতিহাসের কেন্দ্রবিন্দু। শেখ হাসিনা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর এই জন্য আপনাদের সাহায্য প্রয়োজন। মুজিববর্ষে ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত আমরা দুর্নীতি সইবো না এবং কাউকে দুর্নীতি করতে দেবো না। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে।”