চাঁদপুর জেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত ৫ ফেব্রুয়ারী চাঁদপুর জেলা ছাত্রলীগ নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। নব-গঠিত কমিটির সভাপতি করা হয় মোঃ জহিরুল ইসলাম মিজি ও সাধারন সম্পাদক করা হয় সাদ্দাম হোসেনকে। জেলার নতুন দুই নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ ইব্রাহিম খলিল বাদল ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজের পক্ষে থেকে আনন্দ মিছিল, মিষ্টি বিতরন করেছেন, কড়ইয়া ইউনিয় ছাত্রলীগের নেতাকর্মী’রা।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ আলামগীর হোসেন ও সাধারন সম্পাদক প্রার্থী মোঃ শুকুর আলামের নেতৃত্বে উপজেলার সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে আনন্দ মিছিল শুরু হয়ে পালগীরি সড়কে প্রদক্ষিন শেষে পুনরায় সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নব-গঠিত কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম মিজি ও সাধারন সম্পাদক মো. সাদ্দাম হোসেনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মো. আলামগীর হোসেন, সাধারন সম্পাদক প্রার্থী মো.শুকুর আলাম, ছাত্রলীগ নেতা আরিয়ান প্রিন্স, শফিকুল ইসলাম, মো. বিশাল আহমেদ, ফরহাদ হোসেন প্রমুখ।