গত ৫ ফেব্রুয়ারী মেয়াদোত্তীর্ণ চাঁদপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। নব-গঠিত কমিটির সভাপতির দায়িত্ব দেয়া হয় বিলুপ্ত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দীন মিজিকে, এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে।
গতকাল ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে ঢাকায় পৌঁছালে সদরঘাটেই চাঁদপুর জেলার নতুন দায়িত্ব প্রাপ্ত দুই নেতাকে কচুয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ ইব্রাহিম খলিল বাদল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সবুজ।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ‘ভারপ্রাপ্ত’ সভাপতি ও সাধারণ সম্পাদক’কে ‘ভারমুক্ত’ ঘোষণা করেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্নাঙ্গ দায়িত্ব পাওয়ার পর চাঁদপুর জেলা ছাত্রলীগের কমিটিই কেন্দ্রীয় ছাত্রলীগের দেয়া প্রথম কমিটি।
আরও পড়ুন-
- যুবাদের বিশ্বকাপ জয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল
- কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে চাঁদপুর জেলার নতুন নেতৃত্ব!
- চাঁদপুরে নতুন নেতৃত্ব, শুভেচ্ছা জানিয়ে কচুয়া উপজেলা ছাত্রলীগের ‘আনন্দ র্যালি’!