৬, ৬, ৪, ১, নো-বল (৪), ৬, ৬- সিভাম দুবের ওভারটাতে এভাবেই চার-ছয়ে পশরার সাজিয়েছেন টিম সেইফের্ট ও রস টেইলর মিলে। ভারত-নিউজিল্যান্ড টি২০ সিরিজের পঞ্চম ম্যাচে ১৬৪ রান তাড়ায় ব্যাট করতে নেমে এই কান্ড ঘটিয়েছেন দুই কিউই!
সিরিজের প্রথম ম্যাচটা ২০৩ করেও ছয় উইকেটে হেরেছে কিউইরা, দ্বিতীয় ম্যাচ হেরেছে সাত উইকেটে! তৃতীয় ও চতুর্থ ম্যাচ হেরেছে সুপার ওভারে। বিশ্বকাপ ফাইনালে সুভার ওভার হারের পর ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচেও একই দশায় ‘সুপার ওভার চোকার’ তকমা দিয়ে দিয়েছেন অনেকেই। তার ঝাঁজ কি কিছুটা ভারতীয় বোলিং অলরাউন্ডার সুভাম দুবের উপর তুললো?
নিউজিল্যান্ডের ইনিংসের বয়স তখন দশ ওভার। শুরুটা করলেন সেইফের্ট, প্রথম দুই বলে মাঠ ছাড়া করলেন বলটাকে। তারপরের বলে চার, চতুর্থ বলে নিলেন সিঙ্গেল। এবার দৃশ্যপটে এলেন টেইলর। নো-বলে হাঁকালেন চার। ফ্রি-হিট ও শেষ বলে পুনরাবৃত্তি ঘটালেন ওভারের প্রথম দুই বলের, দুই ছক্কা!
পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ তে আগেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে রিপোর্ট লিখার সময়ে নিউজিল্যান্ডের প্রয়োজন ২৩ বলে ৩৪ রান, হাতে আছে পাঁচ উইকেট!