২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর হামলা করে মৌলবাদী গোষ্ঠী। দিনটির স্মরণে গতকাল (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে ‘মৌলবাদ বিরোধী পদযাত্রা ও আলোক প্রজ্জলন’ করে বাংলা একাডেমির সামনে হুমায়ুন আজাদ স্মৃতিস্তম্ভে যান।

“বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ম করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত!”- লিখা ব্যানার নিয়ে প্রথাবিরোধী লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদ স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ হুমায়ুন আজাদ স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালিয়ে মৌলবাদের বিরুদ্ধে প্রতিকি প্রতিবাদ জানান।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় শীর্ষ দুই নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।