চট্টগ্রামের রাউজানে ৭৫ বছর বয়স্ক এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে ওই মুক্তিযোদ্ধার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই মুক্তিযোদ্ধার নাম একেএম নুরুল আজম চৌধুরী। তিনি হাটহাজারী উপজেলার গড় দুয়ারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুরামিয়া চৌধুরী বাড়ির আব্দুল হালিম চৌধুরীর বড় ছেলে।

ঘটনাস্থলের পাশে হারপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে তিনি বই খাতা বিক্রি করতেন এই মুক্তিযোদ্ধা।

সরেজমিনে, এই হত্যাকাণ্ডের পর ভয়ে মুখ খুলছেন না স্থানীয়রা। একাধিক জনের সঙ্গে কথা বলে প্রথমিক ভাবে ধারণা করা যাচ্ছে- পারিবারিক সূত্রধরে এই খুনের ঘটনা ঘটতে পারে।

ঘটনাস্থল পরিদর্শনে আসা রাউজান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর হোসেন বলেন, ঘটনার রহস্য উদঘাটনে জন্য পুলিশের তদন্তটিম মাঠে নেমেছে। আশাকরি দ্রুত অপরাধীদের পরিচয় জানতে পারবো এবং আইনের আওতায় আনতে সক্ষম হবো।

এমন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।