ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য টুমরো’ এর যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথশিশুদের লেখাপড়া শেখানোর মহতী উদ্দেশ্যে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলো, ‘পদ্ম স্কুল’৷

২৪ ফেব্রুয়ারি বিকেল ৬ ঘটিকায় এই স্কুলের আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও সেভ দ্য টুমরো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই স্কুলটি পরিচালিত হবে। টিএসসির সুইমিংপুল প্রাঙ্গণে, প্রাথমিকভাবে সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার এই দুই দিন ক্লাস চলবে। পরবর্তীতে ভালো সাড়া পেলে ক্লাস তিনদিন করা হবে বলে জানয়েছেন আয়োজকরা।

আগামীকাল বেলা ১.০০ ঘটিকায় প্রথম ক্লাসের শিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর) সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। স্কুলটি সুন্দরভাবে পরিচালনার জন্য ডাকসু পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করবেন বলবেন নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আহবান করে বলেছেন, সমাজের সুহৃদগণ চাইলে, পথশিশুদের একটা সুন্দর আগামী উপহার দিতে সাধ্যমতো পাশে দাঁড়াতে পারেন।